প্রধান সংবাদ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে অঙ্গার প্রভাষক

চট্রগ্রাম প্রতিনিধি
খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে ওই প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

চিত্রদেশ//এইচ//

আরও

Leave a Reply

Back to top button