গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘বিধাতার খেলা’

বিধাতা তোমার একি খেলা!
জরা বৃদ্ধকে করো সচল-
তোমার দানে।
ছোট্ট যে জীবন কেবলই ফুঁটেছে,
অথবা করেছে পার কিছু বছর,
তাকে নিয়ে যাও-
তোমার পানে।
কেনইবা তুমি কাঁদাও,
কেনইবা হাসাও,
তুমিই জানো।।
তোমার এ খেলা-
বোঝা সাধ্য কি মোদের?
তোমার অপার ফল্গুধারায়,
আমরা আছি বেঁচে-
বিশ্বধরায় সকাল-সাঁঝে।
আমাদের করাে রহম,
তোমার করুণা ধারার মাঝে।

 

কবি- কানিজ কাদীর

Related Articles

Back to top button