সাহিত্য
কানিজ কাদীরের কবিতা ‘অসহায় আমরা’

আমরা কতটা অসহায়!
বিধিলিপির কাছে।
আমাদের কিসের অহংকার?
কেন এত লম্ফঝম্প,
লোভ লালসা, হিংসা বিদ্বেষ।
কেন আমাদের এত দম্ভ!
কোথায় রাগ অভিমান,
কোথায় ভোগ-বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য!
আমরা কতটা দুর্বল,
নিয়তির কাছে।
আমরা যা চাই তা পাইনা,
আর যা পাই তা ভাবিনা।
আমাদের শত আত্ম অহমিকা
সমর্পিত হয় অবশেষে।।
আমরা কতটা অপারগ!
বিশ্বস্রষ্টার ইচ্ছের কাছে।

লেখক: কানিজ কাদীর