প্রধান সংবাদ

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ফেরি পারাপার শুরু হয়।

অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ।

শিমুলিয়াঘাট বন্দর কর্মকর্তা মো. আলী জানান, পদ্মায় নাব্য সংকটে লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা ৬ ফুট। এ জন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে আবারও চালু হয় ফেরি পারাপার।

পদ্মা পাড়ি দেয়ার অপেক্ষায় এখনও উভয়পাড়ে রয়েছে সহস্রাধিক যানবাহন।

অন্যদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়াঘাটে ভিড় বেড়েছে। তিন কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button