প্রধান সংবাদ

করোনা শনাক্তে কিটসহ চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে চীন

স্টাফ রিপোর্টার:

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি দিচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের সহায়তার মধ্যে থাকবে করোনা শনাক্তের কিট। এর পাশাপাশি মহামারী ঠেকানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করবে দেশটি।

চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ চীনের বন্ধুরাষ্ট্র। করোনাভাইরাস নিয়ে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিরোধে চীন সময়ই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত চীনের হুবেই থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ রোগে এখন পর্যন্ত ৮৮০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ।

এই সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। করোনায় বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button