প্রধান সংবাদ

করোনা: মিরপুরে আরও ২ ভবন লকডাউন

স্টাফ রিপোর্টার:
করোনার সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে আরও দুটি ভবন লকডাউন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরপুর ১২ নম্বর সি ব্লক ৪ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনে করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়।
আক্রান্ত ওই ব্যক্তি উত্তরায় একটি বায়িং হাউজে কর্মরত। পরিবার নিয়ে ওই ভবনের ৫ম তলায় ভাড়ায় থাকেন তিনি।

এছাড়া ওই ভবনের পাশের আরেকটি বাড়িও লকডাউন করা হয়েছে।

পল্লবী থানার এসআই আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা রোগী শনাক্তের পর পাশাপাশি দুটি ভবন লকডাউন করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

এর আগে ৪ এপ্রিল মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬৮) মৃত্যুর পর ওই বাড়িসহ তিনটি ছয়তলা ভবন লকডাউন করে পুলিশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।

তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানীতে ঢাকাতেই বেশি। গত কয়েকদিনে ঢাকাতে ১২১ জন বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button