প্রধান সংবাদ

করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার ‘করোনা ট্রেসার বিডি’ নামের একটি অ্যাপের উদ্বোধনীতে নিজের মুখেই তিনি সেই তথ্য জানিয়েছেন।

মহামারীর বিস্তার রোধে নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে একটি অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে বাসা থেকে তাতে যোগ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

এই চিকিৎসক বলেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। সাধারণত যারা সংক্রমিত হয়, তাদের সবাইকে আমি রোগী বলি না, তারা কোভিড সংক্রমিত ব্যক্তি।

‘কিন্তু আমি একজন রোগী ছিলাম এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

তিনি আরও জানান, একজন হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর যে অভিজ্ঞতা হয়, সেগুলোও আমি সঞ্চয় করেছি। মানুষকে ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে। তবে এটা সত্য, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না কার করোনা হবে আর কার হবে না।

গত ১২ মে থেকে স্বাস্থ্য অধিদপ্তরে আসছিলেন না আবুল কালাম আজাদ। সে সময় জানিয়েছিলেন, অসুস্থ থাকায় বাড়িতে বিশ্রামে আছেন তিনি।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button