অর্থ-বাণিজ্য

করোনা মোকাবেলায় বাংলাদেশেকে এডিবি’র ৩ লাখ ডলার অনুদান

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলার জন্য চিকিৎসা সামগ্রী কিনতে বাংলাদেশকে তিন লাখ ডলার জরুরি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

‘করোনাভাইরাস প্রতিরোধে এবং অন্য ভাইরাস মোকাবেলায় আঞ্চলিক পর্যায়ের কারিগরি সহায়তা’ শীর্ষক এডিবির আঞ্চলিক তহবিল থেকে বাংলাদেশকে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে শনিবার এডিবির ঢাকা আবাসিক কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বৈশ্বিক সংকট ও করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের নাগরিকদের পাশে থাকতে চায় এডিবি। এ জন্য বাংলাদেশকে তিন লাখ ডলার জরুরি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে এই অর্থ দিয়ে ভাইরাস প্রতিরোধে জরুরি চিকিৎসা সরঞ্জাম, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, এন ৯৫ মাস্ক, সুরক্ষা চশমা, অ্যাপ্রোন, থার্মোমিটার এবং বায়োহাজার্ড ব্যাগ সংগ্রহ করা যায়। তবে জরুরি চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাকে প্রাধ্যান্য দেওয়া হবে।

বার্তায় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনা মোকাবেলায় বাংলাদেশকে এডিবি পূর্ণ সহযোগিতা করে যাবে। বর্তমান জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশে রয়েছে এডিবি। এডিবির এই সহায়তা করোনা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।’

বার্তায় আরো বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে গত ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের একটি প্রাথমিক তহবিল গঠন করে এডিবি। এ তহবিলের অর্থ ব্যাংকটির উন্নয়ন সহযোগী দেশগুলোতে সরবরাহ করা হবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখন সারাবিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এটি প্রতিরোধে দরকার জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে জোরদার পদক্ষেপ। এ জন্য যখনই আরও আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে এডিবি তা সরবরাহ করবে।’

উল্লেখ্য, চীনের উহান থেকে উৎপত্তির পর প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ২০০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৬ লাখের কোটা ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে ২৮ হাজারেরও অধিক মানুষ।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button