
গল্প-কবিতাপ্রধান সংবাদ
কবি মেহেবুব হকের কবিতা ‘সমর্পণ’
জৈবিক তাড়নায় ফুরিয়ে যায় জীবনের কালবেলা
উন্মাদনার অস্ফুট আলোয় সঙ্গী হয় দুর্নিবার আকর্ষণ
বিবেকের দংশনে বন্দী বিধাতার আশীর্বাদের মুহূমুহু বৃষ্টি
আধ্যাত্মিকতার নিরেট বুনোনে অলৌকিক স্বর্গীয় প্রশান্তি।
সবই মিশে আছে জীবনের ভাঁজে ভাঁজে
ফ্যাকাশে ভুবনকে রঙিন করেছে রাগে অনুরাগে
অশান্ত চিত্তকে শান্ত করেছে
নিদারুণ অনুভবে ।
তবুও সমর্পনের সবটুকু আকুতি নিবেদন করে
সততা , নিষ্ঠা ও ত্যাগের প্রজ্জ্বলিত মশাল আঁকড়ে ধরে
আমি এগিয়ে চলেছি বিপুলা পৃথিবীর পথ প্রান্তরে ।