গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘ সমীকরণ শূন্য ব্যাকরণ’

কানিজ কাদীর

র্দীর্ঘ সরল অংক কষতে যেয়ে-
শিখতে হয় যোগ, বিয়োগ, পূরণ, ভাগ।
অবশেষে সমাধান মিলে না কিছুতেই,
অনেক কাটাকাটি করে সমীকরণ মেলে,
উত্তর হয় তার শূণ্য।
তারপর যাই পড়তে সংজ্ঞা,
অনেক সহজ করে বুঝতে চাই,
বুঝতে যেয়ে ব্যাকরণের মানে খুঁজি।
এ যে জটিল-অনেক জটিল।
আমার সহজ সরল মুখস্থ বিদ্যায়
এতে কোন কাজই হয় না।
আমাকে আবারও পড়তে হয় বারবার-
একেবারে মগজের ভিতর ঢুকিয়ে দিতে হয়,
সব ব্যাকরণের সংজ্ঞা।
আমি সেসব মনে রাখতে রাখতে
ক্লান্ত হয়ে যাই।
তবু পাইনা কোন সহজ সমাধান তার।
অবশেষে আমাকে ব্যাকরণ বুঝতে-
শিখতে হয় নানা কৌশল।
সবাই বলে এটাই তো নিয়ম।
এভাবেই তোমাকে ব্যাকরণ শিখতে হবে,
এটাই যে ব্যাকরণের সঠিক সংজ্ঞা।
তবেইতো হবে পরীক্ষায় পাশ।
আমি ব্যাকরণ খুঁজতে পারি না, -জীবনের ভাঁজে ভাঁজে
আমি জানি না কৃৎ, প্রত্যয়, প্রকৃতি।
আমি শুধু জানি সহজ ভাষার সংজ্ঞা
সে সংজ্ঞায় আমি মনের কথা বলতে পারি।।

কানিজ কাদীর

Related Articles

Back to top button