খেলাধুলাপ্রধান সংবাদ

এশিয়া কাপ হবে আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের জন্য বেশি চাপাচাপি করি তাহলে ভারতীয় ক্রিকেট দল অংশ নেবে না। যে কারণে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।

২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই পাকিস্তানের। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এর আগে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, এশিয়া কাপের আসন্ন আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। তার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস দেখাচ্ছে না টেস্টখেলুড়ে শক্তিশালী দলগুলো। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাংলাদেশ পাকিস্তান সফরে গেলও যায়নি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

 

চিত্রদেশ //এফ//

আরও

Leave a Reply

Back to top button