এবার স্থগিত হলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
স্পোর্টস ডেস্ক:
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে আগেই।
২৪ ঘণ্টাও পার হওয়ার আগেই এবার স্থগিত হলো টাইগারদের শ্রীলঙ্কা সফর।
করোনার ছোবলে এ নিয়ে পঞ্চম সিরিজ স্থগিত করলো বাংলাদেশ।
সূচি অনুযায়ী, জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।
বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজ খেলতে যেতে প্রস্তুত নয় বাংলাদেশ দল।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, দলের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি একেবারেই অনুকূলে নয়। তাছাড়া আমাদের কিছু শীর্ষ খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য সফর করা উপযুক্ত নয় বলে মনে করেছি আমরা।
এদিকে দুই বোর্ড একমত হয়েই এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসএলসি।
চিত্রদেশ //এল//