অর্থ-বাণিজ্য

এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাতসোগো

স্টাফ রিপোর্টার:
এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরস সর্বসম্মতভাবে মাসাতসোগো আসাকাওয়াকে ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করা আসাকাওয়া (৬১) আগামী বছরের ১৭ জানুয়ারি এডিবির দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

তিনি ১৬ জানুয়ারি দায়িত্ব ছাড়তে যাওয়া তাকেহিকো নাকাও’র স্থলাভিষিক্ত হবেন।

আসাকাওয়া এডিবি প্রেসিডেন্ট নাকাও’র সম্পূর্ণ না হওয়া মেয়াদ শেষ করবেন, যা ২০২১ সালের ২৩ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল বলে সোমবার এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রায় চার দশকের পেশাগত জীবনে আসাকাওয়া জাপানের অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন সিনিয়র পদে কাজ করেছেন। তিনি ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয়ে এবং ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত সাইতামা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন।

বাংলাদেশের জ্বালানি, পরিবহন ও শিক্ষাখাতে নেতৃস্থানীয় উন্নয়ন সহযোগী এডিবি। সংস্থাটি এ দেশের জন্য ২০১৮ সালে রেকর্ড ২৫০ কোটি ডলার অনুমোদন করেছে।

 

চিত্রদেশ //এস//

আরও

Leave a Reply

Back to top button