লাইফস্টাইল

এটিএম বুথ ব্যবহারে খেয়াল রাখবেন যে বিষয়গুলো

স্টাফ রিপোর্টার:
সময়ের সঙ্গে আসছে নতুন নতুন প্রযুক্তি। বাড়ছে হ্যাকিং প্রবণতা সঙ্গে প্রতরণা। এই যেমন আপনার এটিএম কার্ড জাল করে হ্যাকার হাতিয়ে নিতে পারে সব টাকা।

হ্যাকাররা ম্যাসেজ, ফোনসহ আরো বিভিন্ন মাধ্যমে কার্ড জালিয়াতি করে থাকে তারা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও অনেক সময় কার্ড জালিয়াতি করা হয়ে থাকে। এসব থামাতে ব্যাংক কর্তৃপক্ষও হাঁপিয়ে উঠেছে।

এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন –

১. আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন তখন অন্য কেউ যেন সেখানে না প্রবেশ করে।

২. আপনি যখন পিন ইনপুট করবেন, সেটা হাত দিয়ে ঢেকে করবেন যাতে কেউ না দেখে।

৩. পিন নম্বর কাউকে দেবেন না। কার্ডেও পিন নম্বর লিখে রাখবেন না। এতে অনেকেই প্রতারণা করার চেষ্টা করতে পারে।

৪. নতুন কার্ড নেয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।

৫. টাকা তোলার পর স্লিপ সেই এটিএম বুথে ফেলে আসবেন না।

৬. এটিএম মেশিনের স্ক্রিন যতক্ষণ না পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্থান ত্যাগ করবেন না।

 

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button