কর্পোরেট সংবাদ

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি।

নতুন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্য দিয়ে পুঁজিবাজারে নিজের উপস্থিতি আরও জোরালো করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বর্তমানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে ব্যাংকটির একটি ব্রোকারহাউজ রয়েছে। ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) শীর্ষ ১০ ব্রোকারহাউজের একটি হিসেবে বেশ আগেই নিজের অবস্থান সংহত করে নিয়েছে। গত জানুয়ারি মাসে সর্বোচ্চ লেনদেনের দিক থেকে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল চতুর্থ।

 

চিত্রদেশ //এস//

আরও

Leave a Reply

Back to top button