প্রধান সংবাদ

আরো ৭ দিন বাড়ল পূর্ব রাজাবাজারের ‘লকডাউন’

স্টাফ রিপোর্টার:
গতকাল সোমবার রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউনের ১৪ দিন শেষ হয়েছে। তবে পরিস্থতি বিবেচনায় এলাকাটিতে লকডাউন আরো ৭ দিন বাড়িয়ে ২১ দিন করা হয়েছে।

মঙ্গলবার পূর্ব রাজাবাজার এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা জানান উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুযায়ী পূর্ব রাজাবাজার এলাকার লকডাউনটি ২১ দিন করতে হবে। তাই আমরা এটা বাড়িয়ে ২১ দিন অর্থাৎ আরো ৭ দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের এলাকার জনগণকে লকডাউনে থাকতে হবে।’

১৪ দিনের লকডাউন কার্যক্রমে এই এলাকার বাসিন্দারা পর্যাপ্ত সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দাদেরর ‘স্যালুট’ জানান উত্তর সিটি মেয়র।

তিনি বলেন, ‘আমি অত্র এলাকার জনগণকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এলাকার যারা কাউন্সিলর আছেন, এলাকার যারা ভলেন্টিয়ার আছেন, তারা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলকে।’

চিত্রদেশ //এল//

আরও

Leave a Reply

Back to top button