গল্প-কবিতা

আব্দুল কুদ্দুসের ভালোবাসার কবিতা ‌’ভালোবাসা দিবস’

“ভালোবাসা দিবস” কি? আমি তা বুঝি না
ভালোবাসা নির্দিষ্ট দিনক্ষণে, আমি যা মানিনা।
অসীমেরে সসীমে আবদ্ধকরণ
শ্বাশত সুন্দর কে সংকোচন
নিরন্তর নিরবধি কে নিয়ন্ত্রণ
মানবের এ কেমন আচরণ?
অনিঃশেষ ভালোবাসাকে করিয়ে নিঃশেষ
“ভালোবাসা” শব্দ হইলো পরিশেষ
অনিন্দ্য সুন্দরের অবলীলায় যবনিকা
“ভালোবাসার ভুবন” সে-তো অনামিকা।

ওহে বঙ্গ ললনা
তবে কেন মিছে ছলনা?
ক্ষনে ক্ষনে অনুক্ষণ এ-ই তো ভালোবাসা
তিলে তিলে সঞ্চিত হৃদয় নিঃসৃত প্রত্যাশা
আরক্তিম অবয়বে নিরবধি পথচলা
প্রণত প্রণয়, শুভ পরিণতি সারাবেলা
মৈথুন হয়ে যাবে সদাসর্বদা
সতেজ সমীকরণ শারদা।
নিরবচ্ছিন্ন জীবনের প্রবাহমান
ভালোবাসা শব্দ হইলো আবহমান
অনাবিল শান্তি অবলীলায় বহমান
চিরন্তন অবারিত সবুজাভাব উদিয়মান।
ভালোবাসা অনিঃশেষ
কোন নির্দিষ্ট দিনে নয় শেষ
নহে সীমাবদ্ধ কোন দিবসে
চির বন্ধন পরম আবেশে।

১৪ই ফেব্রুয়ারি, ২০১৯
শ্যামলী, ঢাকা।

 

Related Articles

Back to top button