প্রধান সংবাদ

আতশবাজির বর্ণিল আলোয় উদ্ভাসিত সারাদেশ

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে শুরু হয়েছে আতশবাজি উৎসব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি রাত ৮টায় সারাদেশে আতশবাজির মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।

এরপরই দেশের সব টেলিভিশন, বিদেশি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচারিত হবে ‘মুক্তির মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান।

দুই ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের ভাষণ থাকবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটি কবিতাও শোনা যাবে ওই অনুষ্ঠানে।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এসব তথ্য জানিয়েছিলেন।

কামাল আবদুল নাসের জানান, মুজিববর্ষের মূল অনুষ্ঠান প্যারেড গ্রাউন্ডে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো অনুষ্ঠান হবে না। টিভি প্রোগ্রাম তৈরি করা হয়েছে। তাতে আতশবাজি ও লেজার শো থাকবে। বঙ্গবন্ধু রাত ৮টার দিকে জন্ম নিয়েছিলেন। আমরা সেই ক্ষণে উৎসব করতে চাই।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button