প্রধান সংবাদ

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুর, পল্লবী, কালসী এলাকায় বিদ্যমান স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। এ জন্য ওই এলাকাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

চিত্রদেশ//এলএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button