প্রযুক্তি

আজ থেকে বন্ধ রাইড শেয়ারিং সেবা

স্টাফ রিপোর্টার:
সরকারঘোষিত সাধারণ ছুটির ১০ দিন দেশে সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ফলে বিআরটিএ নির্দেশনা অনুযায়ী আজ থেকে রাইড শেয়ারিং কোনো সেবা রাজধানীতে থাকছে না।

সেবা ব্যবহারকারী ও চালকদের কাছে ইতোমধ্যে এ বিষয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো।

বার্তায় বলা হয়েছে, ‘ বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে। এই সময়ে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওয়াক ইন সেন্টারও বন্ধ থাকবে।’

যাত্রী ও চালকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button