আন্তর্জাতিকপ্রধান সংবাদ

আকাশ থেকে গাড়ির ওপর বিমান, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের লাফায়েতে শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে গেছেন। বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হন।

ঘটনাস্থলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর শনিবার রাত ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক কার্লে আন ম্যাককর্ড।

অ্যাসোসিয়েটেড প্রেসকে তার স্বামী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পরই ওয়ালমার্ট খালি করে দেয়া হয়। সূত্র: বিবিসি।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button