প্রধান সংবাদবিনোদন

অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ডোজ টিকা আসছে আজ

স্টাফ রিপোর্টার:
করোনা মোকাবিলায় জাপান থেকে তৃতীয় ধাপে দেশে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ করোনা টিকা। মঙ্গলবার হংকং হয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে দেশে পৌঁছাবে এ টিকা।

টোকিওতে বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়, জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নারিতা এয়ারপোর্ট থেকে টিকা নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি কার্গো ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। এ নিয়ে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকার সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজে।

এদিকে কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে আসা টিকা দিয়ে সোমবার থেকে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা প্রয়োগ শুরু করেছে সরকার। অন্যদিকে, রোবাবর পর্যন্ত এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন। জাপান বাংলাদেশকে সর্বমোট ৩০ লাখ ডোজ টিকা উপহার পাঠানোর কথা রয়েছে। এর আগে দুই দফায় ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা পাঠিয়েছিল দেশটি।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button