অপরাধ ও আইনপ্রধান সংবাদ

অস্ত্র মামলায় সাহেদের চার্জ গঠন শুনানি আজ

স্টাফ রিপোর্টার:
রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন।

১৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে (অভিযোগপত্র) স্বাক্ষর করেন। পরে মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।

প্রসঙ্গত, করোনাভাইরাস টেস্টের নাামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবারও একটি মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়।

চিত্রদেশ//এল//

আরও

Leave a Reply

Back to top button