অনলাইন থেকে যেভাবে কেনা যাবে টিসিবির পণ্য
স্টাফ রিপোর্টার:
অনলাইন থেকে এখন কেনা যাচ্ছে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) চারটি পণ্য। আটটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে টিসিবি পেঁয়াজসহ ৪টি পণ্য বিক্রি করছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তত্ত্বাবধানে গত ২৬ এপ্রিল থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
জানা গেছে, চালডাল ডট কম, স্বপ্ন অনলাইন, সবজিবাজার, কেজিক্লিক, যাচাই ডট কম, ওয়ান স্টপ সুপার শপ ডট কম ডট বিডি, ইপল্লি ডট কম ডট বিডি ও বায়রন ডট কম ডট বিডির ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।
ই-ক্যাব জানায়, এ কার্যক্রম শুধু দেশের ৪টি শহরে পরিচালিত হচ্ছে। শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ। এর মধ্যে ইপল্লি সিরাজগঞ্জে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
চিত্রদেশ//এলএইচ//