প্রধান সংবাদপ্রযুক্তি

অনলাইনে আয় করার সহজ উপায় নিয়ে ‘লাট্টু’

প্রযুক্তি ডেস্ক:
অনলাইনে আয় করার সহজ উপায় নিয়ে এলো ‘লাট্টু’। যেখানে যে কেউ পছন্দমতো অনলাইন স্টোর খুলে পণ্য বিক্রয় করতে পারছেন।

এখানে একদিকে যেমন উদ্যোক্তাদের নিজস্ব পণ্য বা সেবা বিপণনের সুযোগ রয়েছে। তেমনি সেখান থেকে পণ্য বেছে নিয়ে স্টোর তৈরি করে পণ্য বিক্রয়ের মাধ্যমে অনলাইনে আয় করার সুযোগ রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোন রকম মূলধন না থাকলেও এখানে অনলাইন স্টোর খোলার সুযোগ রয়েছে। পণ্য অর্ডার হলে ‘লাট্টু’র পক্ষ থেকে পণ্য সংগ্রহ ও ডেলিভারিসহ সকল ধরনের লজিস্টিকস সেবা পাওয়া যাচ্ছে। নির্ভুল ড্যাশবোর্ডের মাধ্যমে হিসাব সম্পন্ন হওয়ার পর বিক্রির কমিশন ও আয় সরাসরি উদ্যোক্তাদের অ্যাকাউন্টে চলে যায়।

পুরো প্রক্রিয়াটি এস্ক্রো সাপোর্টযুক্ত। অর্থাৎ ‘লাট্টু’ একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে পণ্য ডেলিভারি ও অর্থ লেনদেনের কাজটি করে।

‘লাট্টু’র মূল প্রতিষ্ঠান ডটলাইন্স গ্রুপের সভাপতি মাহাবুবুল মতিন জানান, ‘লাট্টু’র মাধ্যমে মানুষ এখন থেকে ঘরে বসেই কোনো রকম পুঁজি বিনিয়োগ না করে তার নিজস্ব নামে একটি অনলাইন স্টোর খুলে নিজের ব্যবসা শুরু করতে পারে যেকোন সময়।

এ নিয়ে বিস্তারিত জানা যাবে https://lattu.io ঠিকানায়।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button